সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
ভূঞাপুরে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভূঞাপুরে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খায়রুল খন্দকার ভূঞাপুর :  ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ইমাম পরিষদ এর আয়োজনে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জোহরের নামায শেষে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে  স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা এসে একত্রিত হয় ফ্রান্স বিরোধী স্লোগান দেন ।স্লোগানে তারা ফ্রান্সের পণ্য বর্জন করতে বলেন , সরকারী পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এর অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ । পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান মহাসড়কের বেশ কিছু এলাকা প্রদর্শন শেষে পূনরায়  মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন স্থানীয় মুসল্লিরা।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সহ সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল্লাহ আন্দিপুরী, মাওলানা মতিউর রুহুল আমীন বুলবুলে বাংলা, আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আব্দুস ছাত্তার প্রমূখ। বিক্ষোভে হাজার হাজার মুসল্লি  অংশ নেয়।  বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তিব্র প্রতিবাধ জানান ,সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের  আহবান জানান, প্রকাশ্যে রাষ্ট্রিয় ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা করা ও ফ্রান্সের তৈরী পণ্য বর্জনের ঘোষনা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840