প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ৭০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার আটক করেছে র্যাব সদস্যরা।মঙ্গলবার ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন যমুনা গোল চত্বর এর দক্ষিণ পাশে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন যমুনা গোল চত্বর এর দক্ষিণ পাশে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালয় । এসময় ৭০ কেজি গাঁজা এবং ০১টি প্রাইভেটকার আটক করা হয়। আটকের সময় গাড়ির চালকসহ মোট তিনজন ব্যাক্তি কৌশলে গাড়ি থেকে নেমে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়।আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
র্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।