সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে রাস্তার কাজে চাঁদা দাবি ! থানায় মামলা

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল ভ‚ঞাপুরে ২০ লক্ষ টাকা চাঁদার দাবিতে সড়ক ও জনপথের রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় ভ‚ঞাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারের পক্ষে বাদি হয়ে মামলা করেছেন সাইট ম্যানেজার সোহেল রানা জনি (৩৫)।

মামলায় মো. আরিফ (৩২) পিতা – আবু তালেব ও মো. মাসুদ (৩০), পিতা মো. গফুর সহ অজ্ঞাত ১২/১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, টাঙ্গাইল সড়ক ও জনপথের বিভাগের ভ‚ঞাপুর-তারাকান্দি সড়ক প্রশস্তকরণ পায় রানা বিল্ডার্স। কাজটি শুরু করার পর থেকেই উপজেলার ছাব্বিশা গ্রামের আবু তালেবের ছেলে মো. আরিফ ও একই গ্রামের মো. গফুরের ছেলে মো. মাসুদ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় ০৯ নভেম্বর (সোমবার) ৭টি মোটরসাইকেলে আরিফ ও মাসুদের নেতৃত্বে আরো ১২-১৩ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সাইটে আসে। তখন তারা চাঁদার টাকা দাবি করে সাইট ম্যানেজার সোহেল রানা জনিকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা সাইট ইঞ্জিনিয়ার আলতাব হোসেন (২৭)কে ভয় দেখাইয়া কাজ বন্ধ করে দেয়। পরে তারা এক্সেভেটর চালকে মারধর করে চাবি না দেয়ায়।

এই বিষয়ে ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, চাঁদা দাবি ও সরকারী কাজ বন্ধ করে দেয়ার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme