সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৭৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

প্রধান বক্তা ছিলেন বাসাইল সখিপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক (বীর প্রতীক) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, ভুঞাপুর গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন।

সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদের তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব)।

অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ (বীর বিক্রম)।

এসময় উপস্থিত ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার আবু মোঃ এনায়েত করিম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী,

বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সখিপুর পৌরসভার মেয়র সাবেক ডেপুটি কমান্ডার আবু হানিফ আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল),

এম এ মামুন নাহিদ, আব্দুর নূর রবিন, মাসুদ পারভেজ, রুবেল আনসারী, রবিন, সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ হাসান আজাদ, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সহকারি কমান্ডার’সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme