প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারিদের অবদান” এই শ্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।
কর্মবিরতি চলাকালে উপজেলায় টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন বয়সের রোগী সহ শিশুদের।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবী না মানা পযর্ন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হবে বলেও জানান তারা।
১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষনা এবং ২০২০ সালের ২০ ফের্রুয়ারী স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে বৃহস্প্রতিবার (২৬ নভেম্বর) সকালে হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের কর্মসূচীর চলাকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী হোসনে আরা , শান্তনা কর্মকার, এ এইচ আই নাছিমা খাতুন, এইচ এ সাবিনা ইয়াসমিন।
এসময় উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
সকাল থেকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের জন্য এই কর্মসূচী পালন করা হয়।