প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মানব পাচার, বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানবাধিকার কর্মী এবং এনজিও প্রতিনিধিদের ভুমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং প্রজেক্ট এর আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাউন্টার ট্রাফিকিং টাঙ্গাইল ইউনিটের প্রোগ্রাম অফিসার আব্দুল গনি আলরুহী।
এতে বক্তব্য রাখেন আরপিডিওর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, সেবক এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন, কবি বিপ্লব সরকার, সেতুর প্রতিনিধি পঙ্কজ সরকার।
এ সময় মানবাধিকার কর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।