সংবাদ শিরোনাম:

ভূঞাপুর কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ

  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২৫ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে রবি মৌসুমের ২০২০-২১ অর্থবছরের আওতায় ৪ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি ও বড় কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, সম্পাদক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme