প্রতিদিন প্রতিবেদক: “মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে পাঠাগার” মন্ত্রে উদ্দীপ্ত হয়ে ছায়ানীড় প্রকাশনী শততম পাঠাগার উদ্বোধনের উৎসব আয়োজন করেছে। ২৫ ডিসেম্বর শুক্রবার ছায়ানীড় প্রকাশনীর আয়োজনে টাঙ্গাইল সদরের কাগমারী রোড সংলগ্ন ছায়ানীড় পল্লীতে দিনব্যাপী মুজিব বর্ষের শত পাঠাগার উৎসবে প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাহারুল ইসলাম তালুকদার মিন্টু।
প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ এবং উদ্বোধক ছিলেন বিশিষ্ট চিকিৎসক রোটারিয়ান অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, অগ্রনী ব্যাংকের ডিজিএম মোঃ আবু হাসান তালুকদার, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের সচিব মোঃ আতোয়ার রহমান মোল্লা, হোমিং চিকিৎসক ডাঃ ডিকে দাশ, আওয়ামী লীগের নেতা কালাম মঈন সিদ্দিকী, নাজমুল হাসান, মোঃ আঃ মজিদ, লেখিকা কুমকুম সাহাসহ সদরের বিভিন্ন কলেজের অধ্যাপকবৃন্দ। প্রধান পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ পুলিশ সুপার এ আর এম আলিফ সুমন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট ও ১০০টি পাঠাগারের প্রতিষ্ঠাতাদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
ছায়ানীড় প্রকাশনীর পরিচালক শাহানাজ রহমানের সহযোগিতায় দুপুরে খাওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি ও লেখকদের মাঝে গান ও কবিতা আবৃত্তি করেন সুমাইয়া প্রিয়া, শাজাহান আলী, রিজিয়া সুলতানা রোজী, নিত্যনন্দ পাল, মোজাম্মেল হক, রোকেয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তারুন্য তাওহীদ।