সংবাদ শিরোনাম:

ঘাটাইলে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৫৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলের পৌর শহরের পশ্চিম পাড়া এলাকায় মঙ্গলবার (১৯ শে জানুয়ারী ) সেনা প্রধানের নির্দেশে আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলের এর তত্বাবধানে বিনামুল্যে চিকিৎসা সেবা, মাতৃস্বাস্থ্য সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

ক্যাম্পেইনে আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়াার জেনারেল মোঃ আবদুল্লাহ আল হারুন,প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশিদ,সহ অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্যাম্পেইনে ১৫ শতাধিক দরিদ্র অসহায় রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

এসময় ব্রিগেডিয়াার জেনারেল মোঃ আবদুল্লাহ আল হারুন বলেন,করোনা পরিস্থিতির এই দুর্যোগকালীন সময়ে ঘাটাইল এরিয়ার সার্বিক সহযোগীতায় দরিদ্র পরিবার সহমুহের মাঝে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিক কমান্ড এর অধিনস্থ আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুল এর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme