সংবাদ শিরোনাম:

ঘাটাইলে পরিত্যক্ত জলাশয় খনন কাজের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘পরিত্যক্ত জলাশয় খনন’ কাজ শুরু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার লক্ষিদর ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আলিমুজ্জামান চৌধুরী।

এসময় টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি: দা:) মো. আনিছুর রহমান মিয়া, উপ-সহকারী প্রকৌশলী জেলা মৎস্য কর্মকর্তা লক্ষিন্দর খাল পুকুল পুন:খনন প্রকল্পের সুফল ভুগী সদস্যের দলনেতা মো. রাজু আহম্মেদ, সন্ধানপুর দিঘী পুন:খনন প্রকল্পের সুফল ভুগী সদস্যের দলনেতা মো. মোস্তাফিজুর রহমান রানা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক পরে ঘাটাইল উপজেলার বিভিন্ন খাল জলাশয় খাসজমিনে পরিশর্দন করেন। এসময় তিনি বলেন, বাস্তবায়ন যোগ্য পুনখনন কাজ অতিদ্রুত সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme