সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ঘাটাইলে ইউসুফ হত্যা মামলায় আটক ১

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে ইউসুফ আলী হত্যার ঘটনায় মোশারফ হোসেন নামের একজনকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। তিনি উপজেলার মজমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই (নিঃ) সুজন কুমার পাল জানান, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতেই নিহতের ছেলে সজিব বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মোশারফকে আটক করে আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, উপজেলার মজমপুর-বাইচাইল সড়কের সংস্কার কাজ করছিলেন ঘাটাইল ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম। সোমবার বিকালে সড়কের মাটি কাটা নিয়ে মজমপুর গ্রামের ইউসুফের সঙ্গে প্রতিবেশি আনোয়ার হোসেন, মজিবর রহমান, মোস্তফা ও তার স্ত্রী রেশমার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পেছন থেকে ইউসুফকে কুড়াল (কুঠার) দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম জানান, নিহতের ছেলে সজিব বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme