সংবাদ শিরোনাম:
মধুপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

মধুপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল র‍্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে টাঙ্গাইলের মধুপুরে অভিযান পরিচালনা করে শ্যামলী স্টোরের মালিক শ্যামল (৪৫) এবং মানিক স্টোরের মালিক মানিক চন্দ্র শীল (৪৫) কে আটক করা হয়। এসময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সং-২০০৩) এর ৪(খ) ধারায় অভিযুক্ত শ্যামলকে ৩০ হাজার এবং মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব কমান্ডার আরো জানান, দীর্ঘদিন ধরে এই দুই ব্যবসায়ী মধুপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে আশপাশের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলো। আগামীতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840