প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গোল চত্বরে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে শিমল বিশ্বাস (৩০) নামে এক ট্রাক চালক গুরুত্বর আহত হয়।
শিমল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আল বুড়া গ্রামের হায়দার আলীর ছেল। মঙ্গলবার দুপুরে সেতু পূর্বপাড়ে গোল চত্বর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ূবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি কাজী আয়ূবুর রহমান জানান- উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক দুপুরের দিকে সেতু পূর্বপাড়ের গোলচত্বর নামক স্থানে পৌঁছায়। পথিমধ্যে পেঁছনে থাকা আরেকটি ধাক্কায়। এরইমধ্যে আরও একটি ট্রাক সামনের ট্রাককে ধাক্কা দিলে ঘটনা স্থলে এক ট্রাক চালক আহত হয়।
তিনি আরও জানান, দুর্ঘনার সংবাদ পেয়ে দ্রুত এলেঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা আহত অবস্থায় শিমল নামে ট্রাক চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, আহত ব্যক্তির ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছ।