সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ঋণ খেলাপী নয় চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল

  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : ঋণ খেলাপী নন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল। গত ১৫ এপ্রিল ভুলবতশ তাকে ঋণ খেলাপী উল্লেখ করে চিঠি দেয়া ব্যাংক। রবিবার সেই ভুল স্বীকার করে ঋণ সংক্রান্ত অপর একটি প্রত্যয়নপত্রে এসব কথা স্বীকার করেছে ব্যাংকের মির্জাপুর শাখা ব্যবস্থাপক। তাঁর নামে কোন প্রকার ঋণ না থাকার কথা উল্লেখ করে ওই পত্রে উল্লেখ করেছেন খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল কৃষি ব্যাংক মির্জাপুর শাখার একজন নিয়মিত ভিআইপি গ্রাহক। ব্যবস্থাপক তার পত্রে আরও উল্লেখ করে লেখেছেন, গত ১২ এপ্রিল মির্জাপুর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেট এর নির্বাচনে চেয়ারম্যন ও ভাইস চেয়ারম্যানসহ প্রতিদ্বন্দ্বি ১১ জন প্রার্থীর নামে কৃষি ব্যাংক মির্জাপুর শাখায় কোন খেলাপী ঋণ রয়েছে কি না তা জানতে চেয়ে চিঠি দেয়া হয়। সেই পত্রে ভুলবসত খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে ব্যাংকের ঋণ খেলাপী উল্লেখ করে তথ্য দেয়া হয়। যে কারণে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের মনোনয়নপত্র নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করে।

বাংলাদেশ কৃষি ব্যাংক মির্জাপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা ছত্র নারায়নের সঙ্গে কথা হলে তিনি ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেট এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজু আহম্মেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ব্যাংক ভুল তথ্য দেয়ার কারণে মনোয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রার্থী আপিল করলে প্রার্থীতা ফিরে পাবেন বলে তিনি উল্লেখ করেন।
খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল বলেন, ব্যাংকের ভুল স্বীকার করে দেয়া প্রত্যয়নপত্র দিয়ে অনলাইনে আপিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme