সংবাদ শিরোনাম:

মির্জাপুরে পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১
  • ৮৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে মহামারী করোনায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে বিনামুল্যে চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে এ চাল বিতন করা হয়।

জন প্রতি ১৫ কেজি করে এ চাল বিতরণ করা হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, মহামারী করোনার ফলে সারা দেশে লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর পরিবহন বন্ধ থাকায় মির্জাপুর উপজেলার পাঁচ শতাধিক পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড, মো. আতাউল গনির নির্দেশনায় অসহায় পরিবহন শ্রমিকদের তালিকা সংগ্রহ করে জনপ্রতি ১৫ কেজি হারে চাল বিতরন করা হচ্ছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, শ্রমিক নেতা মো. খাদেমুল মওলা, মো. খসরু মিয়া ও সুজাত আলী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme