সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ভূঞাপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৮৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌লের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ।

রবিবার (২৩ মে) দুপুরে উপজেলার আওয়ামী লীগের অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ বলেন, গত ২৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরকে জাল করে একটি চিঠিতে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারকে দল থেকে বহিষ্কার করা হয়। যাহা মিথ্যা ও বানোয়াট। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোন এক কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটি সম্পন্ন করেছেন। উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে কে এর সাথে সম্পৃক্ত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমি ও আমাদের টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলাম সেখান থেকে দুলাল চকদারের বহিষ্কারের বিষয়ে কোন চিঠি ইস্যু হয়নি। এ ধরনের কোন নথিপত্রও সেখানে নেই। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়ার সাথে কথা হয়েছে। তিনি এ বিষয়ে কিছু জানেননা। তিনি আরোও বলেন, ওবায়দুল কাদেরের সাহেব এ ধরনের কোন চিঠিতে স্বাক্ষর করেননি। দুলাল চকদারের বহিষ্কার বিষয়ে যে উড়ো চিঠি এসেছে তা সম্পূর্ণ ভুয়া। দলীয় যারা এ বিষয় নিয়ে অপপ্রচার চালিয়েছে তাদের কোন ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এ বিষয় নিয়ে অপপ্রচার চালিয়েছে, বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, যুগ্ন সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ারা প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme