সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

মির্জাপুরে সন্ত্রাসী হামলায় দুইজন আহত

  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৮৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা দক্ষিন পাড়া গ্রামে হত্যার উদ্দেশ্যে গত ২৭ মে বৃহস্পতিবার রাত ৯টার সময় সন্ত্রাসী ফারুক খান ও হামিদুল খানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি বাহিনী দেশীয় আব্দুল আলিমের ওপর হামলা চালায়।

এ সময় তার দোকানে থাকা লোকজন বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাদেরকেও মেরে আহত করে।

তাদের মধ্যে আব্দুল আলিম (৭০) ও লাবু তালুকদার (৫৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাবু তালুকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।

সরেজমিনে জানা যায়, তচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই সন্ত্রাসী হামলা চালানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী আহত আব্দুল আলিমের মেয়ে বিউটি আক্তার জানান, তার চাচাতো ভাই মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পারাপার করে। ঘটনার দিন সকালে তার চাচাতো ভাই মোটরসাইকেলে যাত্রী পারাপার করার পথে উত্তর কাটরা গ্রামের রাস্তায় কাদা থাকায় এক ছেলেকে রাস্তার পাশে যেতে বললে সেখানেই তাদের মধ্যে বাকবিতন্ড হয়। পরবতীর্তে বিকেলে উত্তর কাটরা ও দক্ষিন কাটরা গ্রামের মাতাব্বরা বসে ঘটনাটি মীমাংসা করে দেন। পরবতীর্তে ওইদিন রাতেই দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আলিমের দোকানে সন্ত্রাসী হামলা করে। হামলায় যৌথভাবে উত্তর কাটরা গ্রামের মৃত জনাব খানের ছেলে ফারুক খান, ফারুক খানের ছেলে হামিদুল খান, মুসলিম খানের ছেলে জাহিন খান, ইমান খানের ছেলে শাওন খান, ফরিদ খানের ছেলে হোসেন খান, জাহাঙ্গীর মিয়ার ছেলে জিহাত, আরমান খান ঠান্ডুর ছেলে নাদিম, মৃত তেজন খানের ছেলে আলফাজ খান ও মৃত মনির খানের ছেলে রাকিব খানসহ ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহিনী হামলায় অংশ নেয়। বিউটি আক্তার আরো জানান, তাদের দোকানে থাকা নগদ ৬২ হাজার ৩০০ টাকা, একটি বিকাশ এজেন্ট মোবাইল, একটি মোবাইল লোড, একটি পার্সোনাল মোবাইল ও বিউটি আক্তারের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দোকানের অনেক মালামাল ক্ষতি করেছে সন্ত্রাসীরা।

আহতদের পরিবারের সদস্যরা আরো জানান, এঘটনায় মামলা না করতে আহতদের পরিবারকে হুমকি প্রদান করে সন্ত্রাসীরা। এমনকি মামলা করলে তাদেরকে মেরে ফেলার আলটিমেটাম দেয়। এমতাবস্থায় আহতদের পরিবারের সদস্যরা মামলা করতে ভয় পাচ্ছে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা উপজেলা প্রশাসনসহ জেলা পুলিশ সুপার এর সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme