টাঙ্গাইলে একদিনে ৭০ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে একদিনে ৭০ জন করোনায় আক্রান্ত

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার (১২ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৩২ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইল সদরে ৩৯ জন, কালিহাতীতে ২১ জন, দেলদুয়ারে ৫ জন এবং নাগরপুরে ১ জন, মধুপুরে ১ জন, ঘাটাইলে ১ জন, ভুঞাপুরে ১ জন ও ধনবাড়িতে ১ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা গেছেন মোট ৯২ জন। সুস্থ হয়েছেন ৪৩০৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০৮ জন। কোয়ারেন্টিন থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২৫০৮৬ জন।

টাঙ্গাইল সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। জেলার অন্য ১১টি উপজেলার চেয়ে সদরে কয়েকগুণ বেশি মানুষ করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনাভাইরাসে এক ব্যক্তি আক্রান্ত হন।

এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ২৩০ জন, নাগরপুরে ১৩২ জন, দেলদুয়ারে ২২৬ জন, সখীপুরে ২৭৯ জন, মির্জাপুরে ৭০৮ জন, বাসাইলে ১৪৫ জন, কালিহাতীতে ৪৭৩ জন, ঘাটাইলে ৩২৬ জন, মধুপুরে ২৮৮ জন, ভূঞাপুরে ২৪৭ জন, গোপালপুরে ১৮৭ জন ও ধনবাড়ীতে ১৯১ জন।

অপরদিকে এ পর্যন্ত মারা গেছেন সদর উপজেলায় ৩৭ জন, নাগরপুরে ২ জন, দেলদুয়ারে ৭ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৯ জন, বাসাইলে ৫ জন, কালিহাতীতে ৭ জন, ঘাটাইলে ১১ জন, মধুপুরে ৩ জন, ভূঞাপুরে ৩ জন, গোপালপুরে ২ জন ও ধনবাড়ীতে ৩ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, টাঙ্গাইল হচ্ছে ২২টি জেলার গেটওয়ে। যে কারণে সংক্রমণের হার বাড়ছে। আবার সদর উপজেলাটি জেলার মেইন সেন্টার।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840