ঘাটাইলে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ঘাটাইলে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রতিদিন প্রতিবেদক : কঠোর লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন করায় তা ভূন্ডল করে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

বৃহস্প্রতিবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ছনখোলা গ্রামে বাল্যবিবাহ বন্ধের ঘটনাটি ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ও স্থানীয়রা জানান, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের আজিজ মোগলের মেয়ে রুবিনা। সে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী। বৃহস্প্রতিবার (৮ জুলাই) একই গ্রামের আফসার মোগলের ছেলে হুমায়ুন মোগলের সাথে মেয়েটির বিয়ের দিন ঠিক করে তার পরিবার। সেই মোতাবেক যথারীতি বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষের আগমনের অপেক্ষায় ছিল কনে পক্ষ। এরই মধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের গোচরে আসে। খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন তিনি। ভুন্ডুল করে দেন বিয়ের আয়োজন। এ সময় মেয়ের বাবা-মা টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত মেয়ের বোন রোজিনা ও বোন জামাইকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় মেয়েটি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840