মধুপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মধুপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রতিদিন প্রতিবদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্পের (এনএটিপি) আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৩ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আবুল বাশার, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী প্রমূখ।

এ সময় মধুপুর উপজেলার সিআইজি ২০০ জন কৃষককে শতকরা ৭০ ভাগ প্রণোদনায় পাওয়ার টিলার ১৪টি , ধান মাড়াই কল ১৪টি, স্প্রে মেশনি ১১, ৮টি ওজন মাপার যন্ত্র ও ৪টি ফুট পাম্প সরবরাহ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি ফেইজ-২ এর আওতায় তাদের প্রণোদনা হিসেবে ওই যন্ত্রপাতি বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840