সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ঘাটাইলে শিশুর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে লিয়ন (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। লিয়ন উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে নদীর পাড়ের বাঁশঝাড়ের কাছে তার লাশ পাওয়া যায়।

লিয়নের পরিবার ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে লিয়ন বড়শি নিয়ে বাড়ির কাছেই বংশাই নদীতে মাছ ধরতে যায়। দুপুরের খাওয়ার সময় হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে নদীর পাড়ে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে নদীর পাড়ের কাছেই একটি বাঁশঝাড়ের কাছে লিয়নের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লিয়নের বাবা মোবারক হোসেন জানান, লিয়নের চোখের দুই পাশে জখম হয়ে আছে। তার গলায় নখের আচড়ের মতো চিহ্ন আছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য কিছু এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি লিয়নের বাবা।

প্রতিবেশী বিপ্লব জানান, নদীর পাড়ের বাঁশঝাড়ের যেখানে শিশুটির লাশ পাওয়া গেছে সে জায়গাটিতে সচরাচর গ্রামের কোনো লোকজন যায় না।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি আপাতত রহস্যজনক মনে হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme