সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

মির্জাপুরে পানির জন্য হাহাকার, সংকটে জেলে কৃষক

  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রাতবেদক : চলছে শ্রাবণ মাসের শেষ পর্যায়। ভরা মৌসুমেও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩০টি গ্রামে চলছে পানির হাহাকার। পাটচাষিরা জাগ দিতে পারছেন না। আমন ধান চাষের পানি নেই। অন্যদিকে খাল-বিলে পানি কম থাকায় মাছ পাচ্ছেন না জেলেরা।

মির্জাপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী হাবলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া বলেন, হাবলা ও গ্রামনাহালী আদাবাড়িতে তাঁর জমি রয়েছে। যেখানে এখনো পানি আসেনি। গত বছর বর্ষা মৌসুমে এই এলাকায় রাস্তার ওপর কোমরপানি হয়েছিল। পানির স্রোতে কদিমধল্যা-বাসাইল সড়কের আদাবাড়ি উত্তরপাড়া এলাকায় প্রায় ৫০ ফুট ভেঙে গিয়েছিল। অথচ এ বছর ঝিনাই নদের পাড় ডুবতে আরও কয়েক ফুট পানি লাগবে। একেক বছর একেক রকম হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, গ্রামের খেতগুলোতে পানি যাওয়ার জন্য বিভিন্ন এলাকায় নদীর সঙ্গে সংযুক্ত খাল রয়েছে। বৃষ্টিও হচ্ছে। উজান থেকে পানিও আসছে। অধিকাংশ নিচু এলাকায় এর মধ্যে পানি ঢুকেছে। ওই সব এলাকায় কী কারণে জমিতে পানি ঢুকছে না, তা বোধগম্য নয়।

৫ আগস্ট মির্জাপুরের মহেড়া ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ভরা মৌসুমেও গ্রামগুলোর জমিতে পানি নেই। ব্যাহত হচ্ছে আমন ধানের চাষ। কৃষকেরা জমিতে গরু-ছাগল চরাচ্ছেন। উপজেলার সমতল ভূমি ভাতগ্রাম, গোড়াই ও জামুর্কী ইউনিয়নের অন্তত ১০ গ্রামে পানি নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, এসব গ্রাম সমতল এলাকায়।

নগর ছাওয়ালী গ্রামের বিপ্লব হাওলাদার বলেন, ‘ব্যার (বড়) জাল দিয়্যা মাছ মারি। সেগুলো দিয়্যা চলি। অহন তো চক দিয়্যা পানি নাই। আমাদের খুব অসুবিধা। আমাগো কোনো দিকে কোনো সাহায্যও দেয় নাই। অহন কি কইর‌্যা চলুম।’

স্থানীয় ব্যক্তিরা বলেন, মহেড়া ইউনিয়নের গ্রামনাহালী আদাবাড়ি, ভাতকুড়া, ছাওয়ালী, গোড়াকী, ফতেপুর, পাকুল্যা বিল, স্বল্প মহেড়া, বিল মহেড়া, গবড়া, হাবলাসহ ১৫-১৬ গ্রামে পানি নেই। এ ছাড়া ফতেপুর ইউনিয়নের ফতেপুর, হিলড়ার কিছু অংশ, বহনতলী এলাকাতেও পানি আসেনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, ভরা মৌসুমেও বিভিন্ন এলাকায় পানি না আসার কারণে কৃষকেরা পিকআপ ভ্যানে করে পাট অন্যত্র নিয়ে পচাচ্ছেন। পানি বেশি হলে বোনা আমন ভালো হয়। এখনো অনেক জায়গা শুকনা রয়ে গেছে। সেখানে বোনা আমন হবে না। তবে ওই এলাকার কৃষকেরা কিছু রোপা আমনের চাষ করতে চেষ্টা করছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, জেলেরা সমস্যায় রয়েছেন। কারণ, এ মৌসুমেই তাঁদের সবচেয়ে বেশি আয় হয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme