সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ঘাটাইলে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার শান্তিনগর এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

আজ সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাত একটার সময় পৌরসভার শান্তিনগর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সাইফুর রহমান বিপ্লব (৪৫)। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার গ্রামের বাড়ী ঘাটাইল ইউনিয়নের বীরহামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন বিদেশে থেকে বাংলাদেশে এসে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে নিজেই সেটি পরিচালনা করতেন বলে জানা গেছে।

এলাকাবাসীর ধারণা, কয়েকদিন আগে বিপ্লব সম্ভবত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। গতকাল রাতে তালাবদ্ধ ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের উপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে বিপ্লবের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে।

ঘাটাইল পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন বলেন, বিদেশ থেকে এসে বিপ্লব নানা কারণে ঋণগ্রস্থ হয়ে পড়লে তার মধ্যে হতাশা দেখা দেয় বলে তার স্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এর থেকেই কয়েকদিন আগে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবার সদস্যরা ধারণা করছেন।

সাইফুর রহমান বিপ্লবের স্ত্রী জানান, আমাকে কয়েকদিন আগে সে আমার বাপের বাড়ী পাঠিয়ে দেয়। সর্বশেষ বৃহস্পতিবার বেলা তিনটার সময় তার সাথে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। তারপরে তার সাথে আর কোন কথা হয়নি এবং মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

পারিবারিক কোন দাম্পত্য কলহ বা কারও সাথে তার তেমন কোন শত্রুতা ছিল না বলে জানিয়ে সে সময় বিপ্লবের স্ত্রী আরও বলেন, টেনশন থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।

ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ আজহারুল ইসলাম সরকার বিপিএম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি আত্মহত্যার ঘটনা। বিপ্লব তার স্ত্রীকে বাপের বাড়ী পাঠিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার সাথে স্ত্রীর যোগাযোগ ছিল। আত্মহত্যার ঘটনাটি কয়েকদিন আগে সম্পন্ন হওয়ায় তার শরীর অনেকটা বিকৃত হয়ে যায়। এলাকাবাসী আমাদের খবর দিলে আমরা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে প্রেরণ করি। এছাড়া এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme