সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

টাঙ্গাইলে বাড়ছে পানি, বাড়ছে ভাঙন

  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধান প্রধান নদ-নদীতে পানি আরও বাড়ায় টাঙ্গাইলে বন্যা পরিাস্থতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে নদী ভাঙন।

বর্তমানে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে।

ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন দুইশতাধিক গ্রামের দেড় লাখেরও বেশি মানুষ। এছাড়া প্রবল স্রোতে রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ বিভিন্ন রাস্তাঘাট।

সরেজমিনে জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর, মির্জাপুর, বাসাইল উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। তলিয়ে গেছে পাঁচ শতাধিক হেক্টর ফসলি জমি। দেড় লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেখা দিয়েছে নানা ধরনের পানিবাহিত রোগ। তবে এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন বন্যাকবলিতরা।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, যমুনা, ধলেশ্বরীসহ অন্যান্য নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৮০ কিলোমিটার অংশে নদী ভাঙন শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ভাঙন ঠেকাতে কাজ শুরু করা হবে। তিনি জানান, যমুনাসহ বিভিন্ন নদীতে পানি আরও এক সপ্তাহ বাড়ার আশঙ্কা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান, তার এলাকায় একযোগে বাড়ছে ভাঙন, আর পানি। বাড়িঘরসহ যমুনা নদীর পাড়ে যেসব স্থাপনা রয়েছে সেগুলো হুমকির মধ্যে আছে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, সরকারিভাবে ভাঙন কবলিত কিছু কিছু এলাকায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বৈরবাড়ী গ্রামে ৫০টি পরিবার ও গোয়ালিয়া বাড়ি ইউনিয়নের আফজালপুর গ্রামে ৫১টি পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে এ পর্যন্ত মোট পাঁচ লাখ ৫ হাজার টাকা নগদ সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme