সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

বিদ্যালয়ে পানি, বাড়ির উঠানে ক্লাস

  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বন্যার শুরু থেকে বিদ্যালয়ের চারিদিকে থৈ থৈ পানি। বর্তমানেও শ্রেণী কক্ষে প্রায় তিন ফুটের মতো পানি রয়েছে। বন্যার পানির কারণে স্কুলে প্রবেশ ও ক্লাস নেওয়ার মতো অবস্থা নেই।

এদিকে করোনাভাইরাস কিছুটা স্বাভাবিক হওয়ায় রোববার (১২ সেপ্টেম্বর) থেকে শ্রেণী কক্ষে ক্লাস শুরু হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে স্কুলের পাশেই এক বাড়িতে বিকল্প হিসেবে ক্লাস নেওয়া হয়েছে। এতেও শিক্ষার্থীদের জায়গা সংকটসহ গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বশরীরের ক্লাসে অংশ নিতে পেরে খুব খুশি।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, টাঙ্গাইলের ২ হাজার ৪২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে মধ্যে এক হাজার ৬২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৯৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল দিয়ে বরণসহ নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কসহ করোনা প্রতিরোধক সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত।

স্কুলের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা আক্তার জানান, বন্যার শুরু থেকে স্কুলে পানি প্রবেশ করেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে স্কুলের জমিদাতা নজির হোসেনের বাড়ীতে ক্লাশ নেয়া হয়েছে। ঘরে মেঝে ও উঠানে ক্লাস নেওয়া হয়েছে। রোববার প্রথম দিনে ৫ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস ছিলো। উপস্থিতিও ছিল ভাল। স্কুলে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন পরে হলেও শিক্ষকদের ক্লাসে সরাসরি অংশ নিতে পেরে শিক্ষার্থীরা খুব খুশি।

পঞ্চম শ্রেণীর ছাত্রী নিলুফা আক্তার বলেন, অনেক দিন পর ক্লাস করতে পেরে অনেক ভাল লাগছে। তবে আমাদের রঙিন স্কুলে ক্লাস করতে পারলে আরো বেশি ভাল লাগতো। কিন্তু বন্যার কারণে আমাদের স্কুলে অনেক পানি। দীর্ঘদিন পর অনেক বন্ধুরা এক সাথে ক্লাস করতে পেরে আমি খুব খুশি। নিঝুম আক্তার বলেন, দীর্ঘদিন বাড়িতে থাকলেও তেমন পড়তে পারিনি। স্কুলে ক্লাস নিলে বন্ধুদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনা করা যায়। পড়ালেখাও ভাল হয়।

স্কুলের শিক্ষক মো. আলমগীর ভুইয়া বলেন, বিভিন্ন স্কুলে উৎসব মুখর পরিবেশে ক্লাস নিতে পারলেও বন্যার কারণে আমরা নিতে পারিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করেছি। তবে জায়গা সংকুলান না থাকায় শিক্ষার্থীদের বসতে কষ্ট হয়েছে। প্রচন্ড গরমেও দুর্ভোগ পোহাতে হয়েছে। পুরো এলাকাতেই পানি থাকায় দূর থেকে নৌকা যোগে স্কুলে যেতে হয়। শুকনো মৌসুমেও কাঁদার কারণে দুর্ভোগ পোহাতে হয়। সব মিলিয়ে হতাশার মধ্যে আছি।

স্কুলের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা আক্তার আরো বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে মাস্ক দেওয়া হয়েছে। হ্যান্ড স্যানেটাইজারসহ সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ছিলো। বন্যার পানি সরে গেলে শ্রেণী কক্ষেই ক্লাশ নেয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে স্বশরীরে ক্লাস নেয়া হয়েছে। বাসাইলের রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও শ্রেণী কক্ষে পানি থাকায় পাশের বাড়ীর উঠানে ক্লাস নেয়া হয়েছে। এই বিদ্যালয়টি একতলা। কিন্তু বন্যার পানি প্রবেশ করা অন্য সব স্কুল ভবন বহুতল হওয়ায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষেই ক্লাস নেয়া সম্ভব হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, সারাদেশের সাথে এক সাথে টাঙ্গাইলের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে ক্লাস নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme