সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন টাঙ্গাইলের শওকত

রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন টাঙ্গাইলের শওকত

প্রতিদিন প্রতিবেদক : রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. শওকত আলী খান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকের লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন শওকত আলী খান। তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদানের আগে রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের মৃত. নওশের আলী খান ও মনোয়ারা বেগম এর ছেলে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে ও কন্যা সন্তানের জনক।

জানা যায়, ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে যোগদান করেন মো. শওকত আলী খান। দীর্ঘ ২২ বছরের চাকুরী জীবনে রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের ট্রেজারী বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও দেশ, বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840