সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ভাসানীর কবরে আসতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানালেন জাফরুল্লাহ

  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৬১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমি প্রত্যাশা করেছিলাম আপনি নিজে এই মাজারে আসবেন। যদি দুই সপ্তাহ পৃথিবী ভ্রমণ করতে পারেন তাহলে ১০ মিনিটের জন্য হেলিকপ্টারে করে এখানে আসতে পারতেন। ভাসানীর দোয়া নিতে পারতেন। আপনার পিতা বিপদের সময় মওলানার কাছে এসে বসতেন। আজকে আপনারো সময়ে এসেছে এই মাজারে এসে তার কাছ থেকে দোয়া নেওয়ার।’

বুধবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একদিকে ধরাই সাপ বসে আছে, একদিকে ‘র’ ‘মোসাদ’ আরেক দিকে মানুষের অনাহার, পুষ্টিহীনতা, জিনিসপত্রের দাম কল্পনাতীতভাবে বাড়ছে। আপনি ভারতের প্রেসিডেন্টকে এনে এর থেকে রেহাই পাবেন না। রেহাই পেতে পারেন মওলানা সাহেবের দোয়া নিয়ে। আগে এক ভুল করেছেন পীরগঞ্জে আপনি যাননি। তারা বলেছেন আমাদের মাকে তো দেখতে পেলাম না। আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি হেলিকপ্টার নিয়ে আধা ঘণ্টার জন্য হলেও মওলানা সাহেবের দোয়া নিয়ে যান।’

তিনি আরো বলেন, নিভৃতে আসুন। তার কাছে কামনা করেন কিভাবে দেশ পরিচালনা করতে হবে। কিভাবে দেশে গণতন্ত্র আনতে হবে। তা না হলে আমাদের সম্মুখে বড় বিপদ। আপনার বাবার বিপদের সময় তার পাশে একমাত্র মওলানা সাহেব থাকতেন। আজকে আপনিও এসে ওনার দোয়া নিয়ে যান।’

দুপুরে জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা ভাসানীর মাজারে আসেন। তারা মাজারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধানসমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য হাসনাত কাইয়ুম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme