চর্যাপদ গ‌বেষক আলীম মাহমু‌দের জন্মোউৎসব পালিত

চর্যাপদ গ‌বেষক আলীম মাহমু‌দের জন্মোউৎসব পালিত

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : বাংলা সা‌হি‌ত্যের আ‌দি নিদর্শন চর্যাপদের গ‌বেষক প্র‌ফেসর আলীম মাহমু‌দের ৫৯ তম জন্মোউৎসব পালন করা হ‌য়ে‌ছে।

রোববার ২ ডিসেম্বর বি‌কেলে স্থানীয় ভোজন বিলাস চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়ত‌নেএ অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়। সা‌হিত্য সাংস্কৃ‌তিক সংগঠন আবাহন ও চর্যাসহ‌জিয়া এ উৎস‌বের আ‌য়োজন ক‌রে।

জন্মোউৎস‌বে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু, কেন্দ্রীয় আওয়ামী লী‌গের তথ্য ও গ‌বেষণা বিষয়ক উপক‌মি‌টির সদস্য প্র‌কৌশলী আতাউল মাহমুদ, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, উপ‌জেলা আওয়ামী সভাপতি শওকত শিকদার, সরকা‌রি মু‌জিব ক‌লে‌জের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ, বোয়লী ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষ সাঈদ আজাদ, হাতিয়া ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষ র‌হিজ উ‌দ্দিন, প্র‌ফেসর আলীম মাহমু‌দের সহধর্মিণী মোস‌লিমা খাতুন, উপজেলা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি শা‌কিল আ‌নোয়ার, নাট্যজন আলী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এ ছাড়া উপ‌জেলার বি‌ভিন্ন সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠন ও রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃৃবৃন্দ প্র‌ফেসর আলীম মাহমুদ‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

উল্লেখ্য, প্র‌ফেসর আলীম মাহমুদ‌ প্রা‌চ্যের আ‌লিগড় খ্যাত সরকা‌রি সা’দত ক‌লে‌জের সা‌বেক অধ্যক্ষ। তি‌নি একাধা‌রে গীতিকার, সু‌রোকার, কণ্ঠ‌শিল্পী। তি‌নি বাংলা সা‌হি‌ত্যের আ‌দি নিদর্শন চর্যাপদ‌কে প্রথম সুরা‌রোপকারী। সম্প্র‌তি তি‌নি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান‌কে নি‌য়ে ১০০ গা‌নের অর্গ প্রকাশ ক‌রে‌ছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840