সংবাদ শিরোনাম:

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম সম্পাদক রাজ্জাক

  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহআলম প্রামাণিক সভাপতি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সিরাজুল ইসলাম কিসলু ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি সৈয়দ সরোয়ার সাদী রাজু সহ-সভাপতি, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি জুলিয়া পারভেজ যুগ্ম সম্পাদক, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদক, আরটিভি প্রতিনিধি মো. কামাল হোসেন কোষাধ্যক্ষ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মামুন সরকার ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক, দৈনিক আমার সময় প্রতিনিধি কোরবান আলী তালুকদার ও দৈনিক সকালের সময় প্রতিনিধি ফরমান শেখ যৌথভাবে দপ্তর ও পাঠাগার সম্পাদক।

কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন- আনন্দ টেলিভিশন প্রতিনিধি আল আমিন শোভন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি মুহাইমিনুল ইসলাম হৃদয় ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মাহমুদুল হাসান । নির্বাচনে ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরণ্য ইমতিয়াজ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য শামছুজ্জামান জামান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme