সখীপুরে ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন

সখীপুরে ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন

আমিনুল ইসলাম, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ভাষা শহীদদের স্মরণে এক হাজারের অধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) আয়োজনে উপজেলার হাতিবান্ধার তালিমঘরে সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সেবা দেওয়া হয়। এদিকে ‘ফারাজ হোসাইন ফাউন্ডেশন’ ওই ক্যাম্পে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানিপড়া রোগীকে অস্ত্রোপচার (অপারেশন) করার ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলার হাতিবান্ধার তালিমঘরে বেলা ১১টায় স্বাস্থ্য সুরক্ষায়, সুস্থ জীবনধারা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের অধ্যক্ষ এখলাসুর রহমান, ওই মেডিকেলের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুজ্জামান, ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সহসভাপতি নাসরিন বেগম, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর প্রমুখ।
বিকেলে রোগীদের মানসিক প্রশান্তি দিতে গানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী সুমনা।

ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৫০জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসকদল এ মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের কিডনি, চক্ষু, হার্ট, লিভার, গাইনি, অর্থপেডিক, গ্যাস্ট্রো, ডায়াবেটিস, নাক-কান-গলা, ডেন্টাল, বাত ব্যাথা, প্যারালাইসিসসহ মেডিসিন বিভাগের চিকিৎসকরা চিকিৎসাসেবা দেন। গত ১৮ বছর ধরে একই দিনে ওই সংগঠন এ পর্যন্ত ৯৭ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে। এছাড়াও এ ক্যাম্পে ফারাজ হোসাইন ফাউন্ডেশন চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধসহ চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840