সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

ভূঞাপুরে পাগলা কুকুরের কাপড়ে আহত মানুষ ও গরু-ছাগল

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে এক পাগরা কুকুরের কামড়ে তিন গ্রামের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন আহত হয়েছে। এ ছাড়া ৪টি গরু ও বেশ কয়েকটি ছাগলকেও কামড়িয়েছে কুকুরটি। রোববার ৬ ও ৭ মার্চ সোমবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর, সাফলকুড়া ও চর অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সালমান (৬), আল আমিন (৭), লাবিব (৬), হামেলা বেগম (৫৫), লাইলী বেগম (৬০), শাহজাহান (৬০) ও ফরিদ (৬০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
এদিকে ওই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করলে সোমবার সকালে ভাদুরীরচর মসজিদের মাইক দিয়ে কুকুরটি মেরে ফেলতে ঘোষণা দেয়া হয়। পরে ক্ষুব্ধ জনতা কুকুরটিকে পিঠিয়ে মেরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য মহির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে কুকুটির কারণে মানুষ আতঙ্কিত। যখন তখন তেড়ে এসে কামড় দিতো। তিনি আরও বলেন, গত দুইদিনে কমপক্ষে ১০ থেকে ১২ জনকে কামড়ি দিয়েছে। পরে সকালে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে গ্রামের লোকজন জড়ো হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
আহত লাইলী বেগম বলেন, সোমবার ভোর সকালে রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ করে পেছন থেকে ওই পাগলা কুকুরটি আমার পায়ে কামড়ে দেয়। পরে হাসপাতালে গেলে ডাক্তার বলেন ভ্যাকসিন নেই। পরে হাসপাতালের পাশের একটি ফার্মেসি থেকে ৪৬০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিই। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, কুকুরের কামড়ে আহত লোকজন চিকিৎসা নিতে এসেছিল। পরে আল-আমিন নামে এক শিশু আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাকিদেরকে বাহিরে থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme