সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

নাগরপুরে কালের সাক্ষী ছনের ঘর

  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে কালের সাক্ষী হয়ে এখনো মাথা উচু করে দাঁড়িয়ে আছে একটি ছনের ঘর। উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মো. নুর মোহাম্মদ মিয়ার বাড়িতে এ ঘরটি দেখা যায়। মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের মাঝে পরিচিতি লাভ করলেও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কথা বলে। এরই ধারাবাহিকতায় দেশ স্বাধীনের পূর্ব হতেই এদেশের শতকরা ৯৫ ভাগ মানুষই ছিল সৌখিন গরীব, তৎকালীন সময়ে গ্রামের প্রতিটি বাড়িতেই ছিল ছনের ঘর। পাশাপাশি উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের থাকার জন্য ছিল টিনের ঘর, ছনের ঘর গুলো ছিল যেন শীতাতপ নিয়ন্ত্রিত। অতি গরমে যেমন, ঠান্ডা ও আরামদায়ক তেমনি শীতের দিনে ছিল উষ্ণ গরম।

নলসন্দা গ্রামের নুর মোহাম্মদ জানান, এই ঘরটি আমার দাদার আমলের তৈরি করা। আমার বাবা জীবিত থাকতে ঘরের মেরামতি করেন। আমার বাবা ২০১৭ সালের জানুয়ারিতে মারা যাওয়ার পর আমরা আর এই ঘরের মেরামতের জন্য কারিগর পাচ্ছি না বিধায় দাদা এবং বাবার স্মৃতি রক্ষার্থে এই পর্যন্ত ঘরের খাম বদল করে ঘড়টি ব্যবহার করার উপযোগী রেখেছি। এখন আর আগের মতো ছন ও কারিগর পাওয়া যায় না, তাছাড়া এই ঘরের ছাউনি দেওয়ার মতো কারিগর নেই বললেই চলে। বাধ্য হয়েই কালের সাক্ষী দাদার আমলের এ ছনের ঘর বিলীন হতে বসেছে।

উপজেলার ঘিওরকোল গ্রামের সামছুল তালুকদার ও সদর ইউনিয়নের ৯০ বছর বয়সী মো. কিসমত বেপারী বলেন, ছনের ঘর গ্রামীণ ঐতিহ্য যা আজ বিলুপ্তির পথে। শীত ও গরম উভয় মৌসুমে আরামদায়ক ছিল ছনের ছাউনির ঘর। বিশেষ কায়দায় ছনকে সাজিয়ে কয়েকটি ধাপের মাধ্যমে ছাউনি দেয়া হতো। সাধারণত বন্যা, ভূমিকম্প, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগ না হলে এসব ঘর বছরের পর বছর পর্যন্ত টিকে থাকতো। তাছাড়া স্থানীয় নির্বাচনে ছিল এই কুঁড়ে ঘর মার্কা। জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, ফলে পাকা দেয়াল, টিনের বেড়া ও চাউনি দিয়ে ঘর তৈরির রেওয়াজ বেড়েছে। তিনি আরও বলেন, ছনের ঘর না থাকায় মানুষ অসুস্থ হচ্ছে বেশী কারন মানুষ প্রাকৃতিক বাতাস ও আবহাওয়া থেকে অনেক দুরে। সারাক্ষণ এসি ও বৈদ্যুতিক পাখা ব্যবহার করে আসছে। আগামী প্রজন্মের কাছে রূপকথা হয়ে থাকবে ছনের ঘর বা কুঁড়ে ঘর।

অগ্নিবীণা আইডিয়াল কলেজের সিনিয়র প্রভাষক মো. আজিজুর রহমান বলেন, গরিবের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর হচ্ছে ছনের ঘর। গ্রামের হতদরিদ্র, দরিদ্র কিংবা মধ্যবিত্ত পরিবারগুলোর একমাত্র আশ্রয় ছিল ছনের ঘর। বাঁশের খুঁটি এবং চাটাই কিংবা বাঁশের শলাকা দিয়ে তৈরি দোচালা বা চারচালা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হতো ছন। দুই বা তিন যুগ আগেও গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলে দেখা মিলত ছনের ঘর। বর্তমানে ছনের ঘর নাই বললেই চলে। বাংলার ঐতিহ্যর সাথে এই ছনের ঘর খুব নিবিড়। নতুন প্রজম্মের সাথে এই ছনের ঘরের ঐতিহ্য পরিচিতি করতে চাইলে ছনের ঘর বিষয়ে (কুঁড়ে ঘর) পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে এছাড়াও এর ব্যাপক প্রচারের জন্য সাংবাদিক বন্ধুদের ছন ঘরের উপর প্রতিবেদন প্রকাশ করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme