সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

আমার ভাগ্যে কি একটা ঘর জুটবো না

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: পঞ্চাশোর্ধ কল্পনা সরকার। নিজের বলতে কিছুই নেই। অন্যের বাড়িতে বাড়িতে কাজ করেন তিনি। তার প্রতিবন্ধী বড় ছেলেটি টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে হুইল চেয়ারে ভিক্ষা করে। ছোট ছেলে দিন মজুর। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। কল্পনার স্বামী স্বাধীন তাদের ভরণপোষণ না করে অন্যত্র থাকেন। দুই ছেলেকে নিয়ে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায় বস্তির মতো ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কথা হয় কল্পনা সরকারের সাথে। তিনি বলেন, আমাদের কোন জায়গা জমি নাই। দুই বাসায় আমি ধোঁয়া মোছার কাজ করি। মাসে এক বাসা থেকে ৬০০ আরেক বাসা থেকে ১২০০ ট্যাহা দেয়। প্রতিবন্ধী পোলাডা ভিক্ষা করে। আরেক পোলা ঝালাইয়ের দোকানে কাজ করলে দিনে ৫০ ট্যাহা পায়। এখন সবাই মিলা যা কামাই করি হেইডা ঘরভাড়া, খাওন আর অসুদ (ঔষধ) কিনতেই শেষ হয়ে যায়। খুবই কষ্টে দিন পার করি। আমার বাবা ৪ বোন ১ ভাই রাইখা ছোট বেলা মারা যায়। আমরা বাবার ঘর থিকাই খাইয়া না খাইয়া বড় অইছি। জীবনে আর সুখ পাইলাম না। আর পারছি না। কল্পনা আরো বলেন, সরকার কত মাইসেরে ঘর দিতাছে। কত ভাল লোকেরাও পাইতাছে। আমিও ঘরের লিগা নাম দিছিলাম, কিন্তু পাই নাই। আমার মতো গরিবের ভাগ্যে কি একটা ঘর জুটবো না ? ঘরটি আমার খুব দরকার। আর ভাড়া দিয়ে থাকতে থাকতে কুলায় না। নিজের ঘর অইলে মেলা খুশি অমু। কষ্ট দূর অইবো। পঙ্গু পোলাডারে নিয়া শান্তিতে থাকতে চাই।

কল্পনার প্রতিবেশিরা সোহাগী দাস বলেন, ওদের অনেক কষ্ট। জামাইটা অকর্মা। ঘুরে ঘুরে খায়। বউ ছেলেদের খেয়াল রাখে না। বাসার মালিক হারুণ অর রশিদ বলেন, শুনেছি কল্পনাদের জমি বাড়ি কিছুই নাই। ওরা মাসে ১২০০ টাকায় আমাদের ঘর ভাড়া নিয়ে অনেক দিন ধরে থাকেন।

টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামুন বলেন, এই অসহায় পরিবারটি অনেক বছর ধরে আমার ওয়ার্ডে ভাড়া থাকে। তাদের কোন জায়গা জমি নাই। আমি পৌরসভা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। তারা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার দাবিদার। কল্পনা সরকার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মাথা গোজার একটি স্থায়ী ঘর পেলে আমরাও খুশি হবো।

টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ বলেন, অসহায় কল্পনার পরিবারের জন্য একটি স্থায়ী ঘর দরকার। যাতে তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জীবনের শেষ সময়ে যেনো নিজের ঘরে ঘুমাতে পারেন। এ বিষয়ে সুদৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme