সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল কারাগারে ঈদেরদিন বন্দিরা পাচ্ছেন বিশেষ খাবার ও নানা সুবিধা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬২৯ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিন টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা পাচ্ছেন বিশেষ খাবার ও সুবিধা। ওইদিন দিনব্যাপী পরিবারের সঙ্গে দেখা করা ও বিয়ের খাবারের মতো নানান সুবিধা পাবেন তারা। এছাড়াও নারী বন্দিদের শিশু সন্তানরা পাবে নতুন পোশাক।

জানা যায়, টাঙ্গাইল জেলা কারাগারে ১৪৩৫ জন হাজতি ও কয়েদি রয়েছে। এরমধ্যে পুরুষ ১৩৭০জন ও নারী ৬৫জন। ঈদুল ফিতর উপলক্ষে এই বন্দিদের জন্য এদিন স্পেশাল সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। এদিন ঈদের জামায়াতের পর থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ওইদিন প্রতিজন বন্দি সাক্ষাতের সময় পাবেন ১০ মিনিট করে। এছাড়াও পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় পাবেন ৭ থেকে ৮ মিনিট করে। কারাগারে ৬৫জন নারী বন্দির মধ্যে আটজনের শিশু সন্তান রয়েছে। তাদের সন্তানদের জন্য নতুন জামা-কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল ৯টায় কারাগারের ভিতরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামায়াত পড়ানোর জন্য বাইরে থেকে ঈমাম নিয়োগ দেওয়া হবে।

এদিন খাবারের তালিকায় রয়েছে- সকালে সেমাই ও মুড়ি; দুপুরে পোলাও, গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, ড্রিংক্স ও পান সুপারি; রাতে রয়েছে সাদা ভাতের সঙ্গে বোটের লটপটি ও মাছ।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অন্যান্য সময়ের চেয়ে ঈদেরদিন কারাবন্দিদের জন্য বেশ কিছু সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এদিন বিয়ের খাবারের মতোই তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। নারী বন্দিদের মধ্যে আটজনের সন্তান রয়েছে। তাদের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করেছি। কারাবন্দিরা ওইদিন ঈদের জামায়াতের পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাদের স্বজনদের সঙ্গে দেখা ও ফোনে কথা বলার সুযোগ পাবেন। এছাড়াও ওইদিন আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে তাদের জন্য।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme