সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিফ্রিং কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পাসপোর্ট টু আর্নিং অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক: চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এসময় চাকুরি একযোগে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেওয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক মো: আয়ুব আলী খান অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ কে এম আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল আলম উৎপল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অভিন্ন নীতির শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। অনার্স-মাস্টার্সসহ সকল ননএমপিওদের এমপিও প্রদান করতে হবে। ঈদুল আযহা’র পূর্বেই শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। স্কেলের ৪০% বাড়ি ভাড়া প্রদান করতে হবে। আমাদের এ দাবী মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। অনতিবিলম্বে আমাদের দাবী মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840