সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
টাঙ্গাইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

টাঙ্গাইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক: হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও বিএইচএমএস উচ্চ শিক্ষার সুযোগসহ “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে জাতীয় সংসদে পাশ করার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার ২২ জুন বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে হোমিওপ্যাথিক এর বিভিন্ন সংগঠনের ডাক্তার, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বোর্ড সদস্য এবং টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন। টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের সাবেক বোর্ড সদস্য ডা. মোঃ তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর শিক্ষক ডা. সৈয়দ এমরান আলম, ডা. মোঃ শাহাদৎ হোসেন বাবলু, ডা. নজরুল ইসলাম, ডা, সৈয়দা ফাহমিনা, ডা. তাসলিমা খন্দকার প্রমুখ।

মানববন্ধনে দেশের জনগণের স্বাস্থ্য সেবায় ও কোভিড-১৯ মহামারী কালীন সময়ে বিশেষ ভুমিকা ও দায়িত্ব পালনকারী হোমিওপ্যাথিক চিকিৎসদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহারের অধিকার সংরক্ষণ এবং প্রস্তাবিত ও মন্ত্রীসভায় নীতিগতভাবে অনুমোদন “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে সংসদের পাশ করার জোর দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840