সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
ভূঞাপুরে ‘পিআইও’ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভূঞাপুরে ‘পিআইও’ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রতিদিন প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে তিনব্যাপি অর্ধবেলা কর্মবিরতি শুরু করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার ১৪ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে এ কর্মবিরতি করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে কর্মবিরতিতে অংশ নেন- কার্য-সহকারী ফারুক খান ও অফিস সহায়ক নুরুল ইসলাম।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও). জহুরুল ইসলাম জানান, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করেন। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কা-বিখা, কা-বিটা, টি-আর, অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, মুজিববর্ষের ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। তিনি আরও বলেন, অথচ দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর সৃষ্টির পর থেকে প্রথম যে জনবল ছিল এখনো পর্যন্ত সে জনবলই আছে। আমাদের পদ-পদবি এখনো উন্নয়ন করা হয়নি। দুর্যোগ বিভাগের যুগোপযোগী করার জন্যই আমাদের এই আন্দোলন। আমরা বিশ্বাস করি যদি আমাদের জনবল বৃদ্ধি করা হয় তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরো এগিয়ে যাবে।

তাদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০২২ এর আলোকে প্রস্তাবিত জনবল অবকাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব ও নিয়োগের মাধ্যমে পূরণ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840