সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
নাগরপুরে স্কুলসহ বিভিন্ন কর্মকান্ডের উদ্বোধন করলেন এমপি

নাগরপুরে স্কুলসহ বিভিন্ন কর্মকান্ডের উদ্বোধন করলেন এমপি

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা, বিনামূল্যে সার বীজ বিতরণ ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি ও নদী দিবস পালিত হয়েছে।

রবিবার দিনব্যাপী এ সব অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা চত্বরে কৃষি মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস,নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন।

উদ্বোধনকৃত স্কুল গুলো হচ্ছে, শহীদ শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ২০২২-২০২৩ আর্থিক সালে রাজস্ব বাজেট এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তি ও ২০২২-২০২৩ অর্থবছর খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করেন এমপি। উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস ২০২২ উপলক্ষে র‌্যালীতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840