সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

ভূঞাপুর হানাদার মুক্ত দিবসে শহীদ কদ্দুস ও ছালামকে স্মরণ

  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: ১৯৭১ সালের ৮ অক্টোবর। এই দিনে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা টাঙ্গাইলের ভূঞাপুরকে পাক হানাদার মুক্ত করতে চারদিক থেকে আক্রমণ চালায়। তখন মুক্তিযোদ্ধাদের সাঁড়শি আক্রমণে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে ১০৮ জন রাজাকার। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। সে দিনটি উপজেলাবাসীর কাছে যেমন আনন্দ ও গর্বের, তেমনি বেদনারও। ওই দিন সম্মুখ যুদ্ধে শহীদ হন উপজেলার পৌর এলাকার ছাব্বিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কদ্দুস ও ঘাটাইল উপজেলার খায়ের পাড়া গ্রামের আব্দুস ছালাম।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কদ্দুস ও আব্দুস ছালামের স্মরণে প্রতি বছর ৮ অক্টোবর পালিত হয়ে আসছে ভূঞাপুর পাক হানাদার মুক্ত দিবস। প্রতিবারের মত এবারও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে উপজেলা মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ। দিবসটি উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) সকালে ভূঞাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি শেষে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্মিত শহীদ কদ্দুস স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করা হয়। এরপর উপজেলা স্বাধীনতা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

শহীদের স্মরণে আলোচনা সভায় উপজেলা মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও অ্যাডভোকেট জাহিদ সাম্সের সঞ্চালনায় অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, বীর মুক্তিযোদ্ধা সামাদ গা-মা, অধ্যাপক মির্জা মহীউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ক্রীড়া সংগঠক শাহজাহান মিয়া ও সংগঠনের সাধারণ সম্পাদক মামুন তরফদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme