সংবাদ শিরোনাম:

কালিহাতীতে বিজয় দিবস হাডুডু টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ৫ ডিসেম্বর বিকালে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৌলতপুর খেলার মাঠে এ খেলার উদ্বোধন করেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার।

নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লৌহজং সাংস্কৃতিক সংঘের সভাপতি ডা: দীলিপ কুমার মোদক। এ টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে।

আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme