সংবাদ শিরোনাম:
মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন
পৌরসভার বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরির বিষয়ে আলোচনা সভা

পৌরসভার বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরির বিষয়ে আলোচনা সভা

প্রতিদিন ডেস্ক: টাঙ্গাইল পৌরসভার বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরির বিষয়ে ওয়েস্ট টেকনোলজিস এলএলসি (ডব্লিউটিএল) ইউএসএ’র সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী প্রমুখ। এসময় পৌরসভার অন্যন্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরি হলে পৌরবাসীর অনেক উপকার হবে। একদিকে বর্জ্য থেকে তৈরি কমপোস্ট সার ব্যবহার করে উপকৃত হবে স্থানীয় কৃষকসহ অনেকেই। উৎপাদিত বায়োগ্যাস দিয়েও তৈরি হবে বিদ্যুৎ। অপরদিকে পাশাপাশি বাড়বে পৌরসভার আয়ও। তাই এ ব্যাপারে তিনি সহলের সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840