সংবাদ শিরোনাম:
মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইল

নিজেস্ব প্রতিবেদক : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে সাতদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারী) টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ জন বালক এবং ৫০ জন বলিকা অংশ নেয় এই প্রশিক্ষণে। কোচের দায়িত্ব পালন করবেন একসিস ইয়োগা সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম লাবলু। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওলিউজ্জামান বলেন, বর্তমান সময়ে পড়াশুনাকে গুরুত্ব দিতে গিয়ে বাচ্চারা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রত্যেক অভিভাবকের উচিৎ বাচ্চাদের পড়শুনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণেও সমান গুরুত্ব দেয়া। প্রশিক্ষণের আয়োজক আল-আমিন জানান, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর চেস্টা করছি আমরা। কারাতে প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যায়াম, ইয়োগা, খাদ্যাভ্যাস, প্রাথমিক চিকিৎসা এবং নৈতিক শিক্ষা বিষয়ক ধারনা দেয়া হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে আমরা কারাতে প্রতিযোগিতার আয়োজন করবো। এতে প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের অংশ নেয়ার সুযোগ পাবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840