সংবাদ শিরোনাম:
মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬
ঘাটাইলে যে ঈদগাহ মাঠে এক যুগ ধরে চলছে ১৪৪ ধারা

ঘাটাইলে যে ঈদগাহ মাঠে এক যুগ ধরে চলছে ১৪৪ ধারা

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে এক যুগ ধরে ১৪৪ ধারা জারি চলমান রেখেছে স্থানীয় জেলা প্রশাসন। ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের বিরোধের কারনে প্রতি বছরের দুই ঈদেই ওই ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধূরী।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দীন হায়দার গতকাল ২০ এপ্রিল এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেছেন। জারিকৃত পত্র থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানা সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। দুই গ্রামের বিরোধের কারণে ঈদুল ফিতরের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারার আদেশ জারি করা হলো।

আদেশে ঈদগাহ মাঠের ৪০০ গজের মাধ্যে সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা, শ্লোগান লাঠিসোটা বহন, মাহক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠ নিয়ে বিরোধের জেরে ২০১২ সালে এক ব্যাক্তি খুন হন। যার কারনে ওই বছরের ২৬ নভেম্বর ঈদুল আযহার দিন থেকে উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি হয়ে আসছে। যাহা দীর্ঘ দিন ধরে চলমান রয়েছে। ফলে দুইশত বছরের পুরনো ওই মাঠে এক যুগ ধরে ঈদের নামাজ পড়তে পারছে না বিরোধীয় দুই গ্রাম সহ আশেপাশের ৭ গ্রামের মানুষ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840