সংবাদ শিরোনাম:

নাগরপুরে কোকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৬২ বার দেখা হয়েছে।
মাজহারুল সোহান: টাঙ্গাইলের নাগরপুরে কোকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৭ মার্চ) বেলা ১২ টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোদন করেন নাগরপুর সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসনাত জামিল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে গ্রাম তথা দেশের মানুষ কল্যাণে কাজ করতে শিশু শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করেন তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন সাগর,রাজবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আবু তালেব, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ইয়াসিন খান,ছয়েল মিয়া,শারমিন আক্তার প্রমুখ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme