সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
সখীপুরে ৬ সন্তানের জন্ম, বেঁচে নেই কেউ

সখীপুরে ৬ সন্তানের জন্ম, বেঁচে নেই কেউ

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। তবে ছয় সন্তানের কেউই বেঁচে নেই। জম্মের পরেই মারা যায় তারা।

আজ বুধবার সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা ওই ছয় সন্তানের জন্ম দেন প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী সুমনা আক্তার(২৬)।

ফরহাদ মিয়ার মামা শাজাহান মিয়া বলেন, ‘আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। আজ ঈদের দিন সকাল ১০টার দিকে প্রচণ্ড পেট ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সুমনার অবস্থা অবনতি হলে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর সুমনার পেটে ৬ বাচ্চার বিষয়টি নিশ্চিত করেন।’

শাজাহান মিয়া আরও বলেন, ‘নরমাল ডেলিভারিতে চার মেয়ে ও দুই ছেলে প্রসব করলেও কেউ বেঁচে নেই। সুমনার অবস্থা আশঙ্কাজনক।’

বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই দম্পতির আগে কোনো সন্তান নেই। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840