প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে পৌর সদরের খাদ্য গুদাম চত্বরে এই ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) শেখ নুরুল আলম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা খাতুন, খাদ্য
নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
চলতি বছর মির্জাপুরে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ২ হাজার ১০৩ মেট্রিকটন ধান
এবং ৪৫ টাকা কেজি দরে ২০ টন চাল কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হবে বলে জানান খাদ্য গুদামের উপপরিদর্শক আবুল হাশেম।