প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: জননন্দিত ও বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন ১৯ বর্ষে পদার্পন উপলক্ষ্যে সোমবার (১০ জুন) বিকেলে আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
মোশারফ স্যার-রেখা কমপ্লেক্সস্থ প্রতিভা ছাত্র ও যুব সংগঠন কার্যালয়ে যায়যায়দিন ফেন্ডস ফোরামের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মো. রেজওয়ানুল করিম রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী অধ্যাপক শাজু রহমান, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস সালাম, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যকার জলিল আকন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কবিহামিদুল আলতাফ, শিক্ষক শাহ আলম খান, সাংবাদিক ফরমান শেখ, আসাদুল খান, খায়রুল খন্দকার, মাসুদুল হক প্রমুখ।