প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : মুসলমানের সবচেয়ে বড় উৎসব ঈদুল আযহা সুখ দুঃখ ও ভাগাভাগি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দশ (১০) কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা ও সকল ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ঈদ উপহার ১০ কেজি করে ভি, জি, এফ এর চাউল গরীব- দুঃখী ষঅসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণ করে এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মোঃ রকিবুল হক ছানা, আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির , ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির উল আলম সিকদার, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসিক শিকদার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.মইনুদ্দিন বাবু, আরো উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।