সংবাদ শিরোনাম:
নাগরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বাসাইলে বাথরুমের পাশে মিললো নবজাতক শিশু টাঙ্গাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা  টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সাধারণ সভা টাঙ্গাইলে পরীক্ষায় অংশ নিতে না পারা ২২ শিক্ষার্থীর মানববন্ধন বসতভিটা বিক্রি করে ছেলে শ্বশুর বাড়িতে, জমি উদ্ধারে বৃদ্ধা মা ঘুরছেন দ্বারে দ্বারে মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. আজিজুল হক টাঙ্গাইলে ৩ উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ ভূঞাপুরে নব নির্বাচিত উপজেলা জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় ও ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ

ধনবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী:টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ২৯ কোটি ১৭ লক্ষ ৫৯ হাজার ৫৪৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার উপ- সহকারী প্রকৌশল নূর মোহাম্মদের সঞ্চালনায় মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস। তিনি ২৯ কোটি ১৭ লক্ষ ৫৯ হাজার ৫৪৫ টাকার বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ৩ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা ও রাজস্ব ব্যয় ৩ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৫২১ টকা। উন্নয়ন আয় ২৫ কোটি ২১ লাখ ও উন্নয়নের ব্যায় ২৫ কোটি ২১ লাখ। এবং সমাপনী রাজস্ব স্থিতি ধরা হয়েছে ২৪ লাখ ০২ হাজার ২৪ টাকা।

বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন, প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর খোরশেদ আলম খসরু, কজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ^নাথ ভদ্র, ধনবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠানক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজুসহ অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840