সংবাদ শিরোনাম:

ভূঞাপুরে নব নির্বাচিত উপজেলা জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় ও ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময়সভা সোমবার (১ জুলাই) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম,ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খান। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, বীর মুক্তিযোদ্ধা এম. এ মজিদ মিঞা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মো.নূরুল ইসলাম মোহন, তাহেরুল ইসলাম তোতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে ভূঞাপুরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১ জুলাই) উপজেলা অডিটরিয়ামে ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মামুনুর রশীদের সভাপতিত্বে ৯ জন ভিক্ষুকের মাঝে ৪ টি গরু এবং ১৫ টি ছাগল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা.নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা এম. এ মজিদ মিঞা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খান, থানা আ’লীগ নেতা মো.নূরুল ইসলাম মোহন, তাহেরুল ইসলাম তোতা, প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme